কোনটি এন্টিবায়োটিক?
Last Updated July 13, 2025
ইনসুলিন
পেপসিন
পেনিসিলিন
ইথিলিন
৩৩ তম বিসিএস প্রিলিমিনারী
ব্যাখ্যা: পেনিসিলিন হলো এন্টিবায়োটিক ।অ্যান্টিবায়োটিক (Antibiotics) অণুজীব ধ্বংসকারী বা এর বৃদ্ধি ও প্রজননে বাধাদানকারী মূলত অন্য কোনো অণুজীব নিঃসৃত প্রাকৃতিক পদার্থ, যদিও অধুনা এগুলো সাধারণত কৃত্রিম উপায়ে তৈরী হয়ে থাকে। ১৯২৭ সালে ব্রিটিশ বিজ্ঞানী স্যার আলেকজান্ডার ফ্লেমিং সর্বপ্রথম লক্ষ্য করেন যে অসাবধানতাহেতু তার চাষকৃত (cultured in media) ব্যাকটেরিয়ার পাত্রে এক রকমের ছত্রাক জন্মেছে আর এর নিঃসৃত পদার্থে আশপাশের ব্যাকটেরিয়া মারা গেছে। তিনি ছত্রাক-নিঃসৃত দ্রব্যটির নাম দেন অ্যান্টিবায়োটিক। সুতরাং ১৯২৭ সালে স্যার আলেকজান্ডার ফ্লেমিং (Alexander Fleming) প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেন।