কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়?
Last Updated December 22, 2024
তামা
লোহা
রূপা
রাবার
৩৩ তম বিসিএস প্রিলিমিনারী
ব্যাখ্যা: রাবার বিদ্যুৎ পরিবাহী নয় । রাবার একটি বিদ্যুৎ অপরিবাহী পদার্থ । যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ সহজে চলাচল করতে পারে না, প্রবাহ পথে প্রচুর বাধার সম্মুখীন হয় তাকে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ বা কু-পরিবাহী পদার্থ বা অন্তরক বা ইন্সুলেটর বলে। শুষ্ক বায়ু, শুকনো কাপড়, কাচ, শুকনো কাঠ, রাবার, কাগজ, এবোনাইট, ব্যাকেলাইট ইত্যাদি অপরিবাহী পদার্থের উদাহরণ। আবার, তামা, লোহা, রূপা হলো বিদ্যুৎ পরিবাহী পদার্থ । যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ প্রবাহ চলতে পারে তাদেরকে পরিবাহী বলে। সাধারণত ধাতব পদার্থ তড়িৎ সুপরিবাহী হয়। যেমন- তামা, রূপা, লোহা, অ্যালুমিনিয়াম ইত্যাদি পরিবাহী।